মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জঃ
দীর্ঘ ২৪ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের আদেশে জমির দখল ফিরে পেয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজী মোঃ আব্দুল খালেক। রবিবার (১৯ অক্টোবর) আদালতের নির্দেশনা অনুযায়ী বেলিফের মাধ্যমে দখল হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।
সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার আতিয়া মৌজার সিএস দাগ নং ৯৭/৯৯, খতিয়ান নং ৪১১—শ্রেণি “কালা পাড়া পূর্ব আতিরা পায়রা বিঠা পোমদী ইউনিয়ন” এলাকায় প্রায় ৭৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মামলার রায় মওকুফ হওয়ার পর আদালত হাজী মোঃ আব্দুল খালেকের পক্ষে জমির দখল প্রদানের নির্দেশ দেন।
দখল হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর পৌরসভার প্রশাসক এবং হোসেনপুর থানার পুলিশ সদস্যরা।
দলিল অনুযায়ী, মামলায় বাদী ছিলেন হাজী মোঃ আব্দুল খালেক ও সহযোগী আমির হামজা গং। বিবাদী হিসেবে ছিলেন ফরিদ, আতু, আহসান, মাতু, ইদ্রিস আলী প্রমুখ। আদালতের নাজির ও সংশ্লিষ্ট বেলিফ স্থানীয় প্রশাসনের সহায়তায় দখল হস্তান্তর সম্পন্ন করেন।
স্থানীয় আদালত সূত্র জানায়, দখল প্রদান শেষে আনুষ্ঠানিক প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
এ বিষয়ে হাজী আব্দুল খালেক বলেন, “দীর্ঘ অপেক্ষার পর আইনের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া।
স্থানীয়দের মতে, এই দখল হস্তান্তরের মাধ্যমে এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধের অবসান ঘটেছে।

একটি মন্তব্য পোস্ট করুন