Top News

সিরাজগঞ্জে মাদক সম্রাট রকির গ্যাংয়ের হামলায় সাংবাদিক আহত


 মোঃ জাহিদুল হক, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:


মাদক—যা যুব সমাজকে তিলে তিলে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। একদল মানুষ এই মাদকের অর্থে টাকার পাহাড় গড়ে তুলছে, অপরদিকে একটি জাতি ধ্বংসের কিনারায় চলে যাচ্ছে।


সিরাজগঞ্জ থানাধীন কালিয়া হরিপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে তথাকথিত ছাত্রলীগ নেতা গোলজার হোসেনের পুত্র রকি গড়ে তুলেছে এক ভয়ংকর মাদক সাম্রাজ্য। নিজের প্রভাব বজায় রাখতে তিনি গঠন করেছেন একটি নিজস্ব কিশোর গ্যাং, যার সদস্যরা বেশিরভাগই স্কুল-কলেজ পড়ুয়া কিশোর। এই গ্যাংয়ের মাধ্যমেই তিনি মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, রকির প্রভাব এখন সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় বিস্তৃত। হেরোইন, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক সরবরাহে তার ভূমিকা রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী তার ভয়ে মুখ খুলতে পর্যন্ত সাহস পান না।


গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মাদক ব্যবসার তথ্য সংগ্রহে যায় সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিম। তারা মাঠ পর্যায়ে তদন্ত করতে গেলে রকির গ্যাং সদস্যরা তাদের উপর নৃশংস হামলা চালায়। লাঠি, রড ও গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে সাংবাদিকদের। এতে দুইজন সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


সাক্ষীদের বরাতে জানা যায়, এই হামলার নির্দেশ দেন গোলজার হোসেন ও তার ছেলে রকি। হামলায় সরাসরি অংশ নেয় মহির উদ্দিনের ছেলে মাসুম, গফুরের ছেলে ইমনসহ প্রায় ১৫–২০ জন যুবক।


এই ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহাগ বলেন —


“অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Post a Comment

নবীনতর পূর্বতন