Top News

দুর্গাপুরে স্বস্ত্রীক ইমাম নির্যাতন বন্দ উষান ইত্তেহাদুল উলামা পরিষদের নিন্দা ও প্রতিবাদ।




আনারুল ইসলাম, দূর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধিঃ 


নেত্রকোনার দুর্গাপুরে, সুতিয়াপাড়া জামে মসজিদের ইমাম ও তাঁর পর্দাশীল স্ত্রীকে রাতভর নির্মমভাবে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বন্দ উষান ইত্তেহাদুল উলামা পরিষদ। এই জঘন্য ও অমানবিক ঘটনাটি শুধু একজন ব্যক্তির উপর নির্যাতন নয়, বরং ধর্ম, মানবতা ও ন্যায়বিচারের উপর সরাসরি আঘাত।


 ইমাম ও তাঁর পরিবারের উপর এভাবে রাতভর নির্যাতন একটি সভ্য সমাজে অকল্পনীয় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইনগত ব্যবস্থা জন্য দাবি জানানো হয়। 


বন্দ উষান ইত্তেহাদুল উলামা পরিষদের সভাপতি : আব্দুল আজিজ কাসেমী ও সেক্রেটারি: মুফতি নুরে আলম শাহিন,

বলেন, একজন ইমামকে অপমান ও নির্যাতন মানে গোটা মুসলিম সমাজের মর্যাদার উপর আঘাত। তাই সংগঠনটি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে—

ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও ভুক্তভোগী ইমাম ও তাঁর পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা জন্য আহ্বান জানিয়েছে। 

প্রশাসনকে ধর্মীয় ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত ও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়া দাবি জানিয়েছে। 


ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা। 

বন্দ উষান ইত্তেহাদুল উলামা পরিষদ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। 

সভাপতি:মুফতি আব্দুল আজিজ কাসেমী 

সেক্রেটারি :মুফতি নূরে আলম শাহিন

বন্দ উষান ইত্তেহাদুল উলামা পরিষদ।

Post a Comment

নবীনতর পূর্বতন