সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মোঃ জাহিদুল হক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও জননেতা মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই ও খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) ২০২৫ ইং দুপুরে সিরাজগঞ্জ উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ আয়োজন করা হয়। এছাড়াও একই সময়ে পাবনা ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে পথশিশুদের হাতে বই ও খাবার তুলে দেওয়া হয়।
এ সময় মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দলের সদস্য সচিব মোঃ শিমুল সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিতরণ শেষে মির্জা মোস্তফা জামান বলেন, আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতিরই একটি অংশ মানবিক দায়িত্ব। এই সামাজিক ও মানবিক কার্যক্রম আমাদের পক্ষ থেকে অব্যাহত বা চলমান থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানবসেবা। আজকের এই শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের শিক্ষা, পুষ্টি ও সঠিক বিকাশে আমরা সবসময় পাশে থাকতে চাই।
আয়োজন শেষে পথশিশুরা বই ও খাবার হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে।
উপস্থিত নেতাকর্মীরা জানান, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন