মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সপ্তম শ্রেণীতে পড়ুয়া জিহাদ হোসেন নামে এক স্কুল শিক্ষার্থীর অকাল মৃত্যু খবর পাওয়া গেছে। ডেঙ্গু নাকি সাধারণ জ্বর, নাকি বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ? এমন হাজারো প্রশ্ন জন্ম দিয়েছে জনমনে।ঘটনাটি ঘটেছে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের তাহেরহুদা গ্রামে। সুরুজ আলীর পুত্র জিহাদ হোসেন ছিলো একজন সৎ ন্যায়-নিষ্ঠাবান কর্মঠ বালক।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে জিহাদের জ্বর হয়েছিলো। গতো শুক্রবার ২৬ সেপ্টেম্বর জিহাদ জ্বর অবস্থায় তাদের নিজের ধান ক্ষেতে বিষাক্ত ঔষধ স্প্রে করতে যায়। এ অবস্থায় স্প্রে করার কারনে তার সারা শরীর ও নাকে-মুখে কিটনাশক ছড়িয়ে পড়ে।কাজ শেষে বাড়ি ফিরে সে ওইদিন বমি করে,বুকে ও পায়ে ব্যাথার কথা বলে,সেই সাথে শরীরে জ্বর দেখা দেয়,আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হয়। একদিন অতিবাহিত হওয়ার পরে তার পরিবার তাকে নিকটস্থ স্বাস্থকেন্দ্রে নিয়ে যান। অবস্থা হঠাৎ বেশি খারাপ হওয়ায়,অত্যাধিক শ্বাসকষ্ট ও বুকে ব্যাথার কারণে তাকে রেফার্ড করা হয় ঝিনাইদহ সদর হাসপাতালে।
জিহাদের বাবা সুরুজ আলী ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, আমার ছেলে মাঠ থেকে ফিরে গুরুতর অসুস্থ হয়ে যায়। আমরা তাকে দ্রুত চিকিৎসা করায় কিন্তু আমার পুত্রের আর শেষ রক্ষা হলো না। অবশেষে সোমবার দিবাগত রাতে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাত ৩ তিনটার দিকে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
৭ম শ্রেণির মেধাবী এই শিক্ষার্থী জিহাদের অকাল মৃত্যুতে গভির শোক জানিয়েছেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইমরুল কায়েস। এদিকে ইউপি সদস্য ওলিউর রহমান(সোনা) জানান,মধ্যবিত্ত পরিবারের পাশে থেকে বাবার সকল কাজের সহায়তা করেন তিনি। জিহাদ আগে থেকেই একটু অসুস্থ ছিলো। হঠাৎ শুনলাম জিহাদ হাসপাতালে মারা গেছে। এটি একটি হ্রদয় বিদারক মর্মান্তিক ঘটনা।এ ঘটনায় সদা হাস্যোজ্জল এই ছেলেটার মৃত্যুতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হরিণাকুণ্ডু উপজেলা শাখার সভাপতি, রাশেদুল ইসলাম(রাশেদ) জানান,জিহাদ হোসেন সবসময়ই ছাত্রদের কল্যাণে কাজ করতো। আমরা একজন ন্যায় নিষ্ঠাবান কর্মি হারালাম। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করছি। তাছাড়াও জিহাদের জন্য সবার কাছে দোয়া প্রত্যাশা করেন এই নেতা।
একটি মন্তব্য পোস্ট করুন