মোঃ রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার ঝিনাইদহ
ঝিনাইদহে আলোচিত জনি হত্যা মামলায় আসামী অপুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
আজ দুপুর ৩টার সময় সিনিয়র জেলা ও দায়রাজজ মো. এমরান হোসেন চৌধুরী এ রায় প্রদান করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,বিগত ২০২২ সালের ডিসেম্বর মাসের ০৫ তারিখে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজেল হোসেনের ছেলে সজীব আহমেদ অপু একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম জনির মোবাইল ও এক্সেসরিজের দোকান থেকে বাকিতে মোবাইল ফোন কিনতে যায়।কিন্তু নিহত জনি দিতে রাজি না হলে তাদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে আসামী অপু জনিকে এলো পাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।এরপর থানায় বাদী হয়ে নিহতের বড় ভাই সাব্বির আহমেদ আসামী সজীব আহমেদ অপুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।এরপর মামলার বিচারিক কার্যক্রম চলমান থেকে আজ এ রায় প্রদান করে আদালত।
একটি মন্তব্য পোস্ট করুন