মালয়েশিয়া প্রতিনিধিঃ মোঃ রফিকুল ইসলাম
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (APU)-তে বাংলাদেশী ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত আলোচনা সভা।
সভায় আলোচনা হয় কমিটি রিফর্ম, ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনা, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশের নানা দিক নিয়ে।
সভাটি শুরু হয় বিয়ামের কেন্দ্রীয় ভাইস-প্রেসিডেন্ট উসামা বিন আব্দুল বারি-এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। তিনি শিক্ষার্থীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং সকলে মিলে নেতৃত্ব বিকাশে কাজ করার আহ্বান জানান।
বিয়ামের কেন্দ্রীয় সেক্রেটারি এমডি রফিকুল তার বক্তব্যে বলেন –
“প্রবাসে বাংলাদেশের রুচিসম্মত সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে বিয়াম আজ মালয়েশিয়ার Best Achievers Award অর্জন করেছে। আমরা চেষ্টা করে যাবো লাল-সবুজের সুনামকে আরও আকাশচুম্বি করতে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিয়ামের দপ্তর সম্পাদক নিবিড়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ওমর ফারুক সৈকত, সেক্রেটারি আরিফ, মেধাবী শিক্ষার্থী নাফিউল কবীর, ফাইরুজ নওয়ার, রিয়াদ আল হাবিব সহ সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের মেহেদী ও আপন।
তাঁরা একসাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো এবং ভবিষ্যতে আরও বেশি নেতৃত্ব বিকাশমূলক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেন।
এই সভা APU ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নতুন অনুপ্রেরণা তৈরি করেছে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও সাংস্কৃতিক প্রচারে বিয়ামের ভূমিকা আরও দৃঢ় করলো।
একটি মন্তব্য পোস্ট করুন