সিয়ামুর রশিদ, স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
“এবার যথেষ্ট! এবার ন্যায্যতা চাই, পরিচ্ছন্ন শক্তি চাই, নিরাপদ ভবিষ্যৎ চাই।” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বৈশ্বিক জলবায়ু কর্মসূচি “Draw the Line”। ১৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ বিশ্বব্যাপী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরেও তরুণরা ঐক্যবদ্ধ কণ্ঠে জলবায়ু ন্যায়বিচারের অঙ্গীকার করেছেন।
আয়োজক ও অংশগ্রহণকারীরা
কর্মসূচিটির আয়োজন করে স্টেপ আপ ফর টুমরো, আর ইয়ুথ পার্টনার হিসেবে যুক্ত ছিল মুক্ত চিন্তা যুব সেবা সংঘ, BECAS, আলোর সন্ধানে, VEDO, ক্লিন মসজিদ ও মুক্ত আকাশ।
দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ পরিবেশকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে তারা জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নবায়নযোগ্য শক্তি ও টেকসই উন্নয়নের দাবি জানান।
বৈশ্বিক প্রেক্ষাপট
আয়োজকদের মতে, “Draw the Line” শুধু এক সপ্তাহের কর্মসূচি নয়, বরং এটি দীর্ঘমেয়াদী বৈশ্বিক প্রচারণা “This World is Ours”-এর অংশ। এর মূল উদ্দেশ্য জলবায়ু বিপর্যয়, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানুষকে একত্রিত করা।
এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে বিশ্বের প্রভাবশালী সংগঠনসমূহ—350.org, Amnesty International, Greenpeace, Fridays for Future, Oxfam, Women’s March সহ আরও অনেকে।
স্থানীয় নেতৃত্বের বক্তব্য
দিনাজপুর টিমের ফোকাল আব্দুল আহাদ বলেন—
> “জলবায়ু পরিবর্তন আর অপেক্ষা করে থামানো যাবে না। তরুণ প্রজন্মকেই এর বড় মাশুল গুনতে হবে। তাই আজ থেকেই আমাদের দায়িত্ব নিতে হবে।”
ফোকাল লাবনী দেবনাথ জানান—
> “এ আন্দোলন শুধু প্রতিবাদ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি। আমাদের নদী, জমি ও প্রজন্মকে বাঁচাতে তরুণদের এই ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
জেলা টিম কোঅর্ডিনেটর জিলহজ্জ সরকার বলেন—
> “দিনাজপুর থেকেই আমরা প্রমাণ করতে চাই—বাংলাদেশের তরুণরা জলবায়ু ন্যায়বিচারের জন্য প্রস্তুত। বৈশ্বিক এই আন্দোলনে আমরাও শক্তিশালী অংশীদার।”
তরুণদের কণ্ঠস্বর
দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী তাহমিনা আক্তার অনুভূতি জানাতে গিয়ে বলেন—
> “আমাদের ভবিষ্যৎ এই আন্দোলনের সঙ্গে জড়িত। প্রতিটি শিক্ষার্থীরই এগিয়ে আসা উচিত। জলবায়ুর প্রশ্নে নিরপেক্ষ থাকার সুযোগ নেই।”
অঙ্গীকার ও শপথ
সমাপনীতে অংশগ্রহণকারীরা একসাথে ঘোষণা দেন—
“আমরা আজ একটি লাইন টেনে দিচ্ছি—Enough is Enough! জলবায়ু ন্যায়বিচার, পরিচ্ছন্ন শক্তি আর নিরাপদ ভবিষ্যতের জন্য লড়াই চলবে।”
একটি মন্তব্য পোস্ট করুন