Top News

"রাজবাড়ীতে ছাত্র সমাজের মানববন্ধন: তাসনিমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি"


 গণ অধিকার পরিষদের সভাপতি নরুল হক নুর সহ অন্যদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায়, তাসনিম বিন আজিজ বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, আহ্বায়ক রাজবাড়ী জেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর, এর নামে বাংলাদেশ জাতীয় ছাত্র সমার ঢাকা রমনা থানায় মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে-মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ রাজবাড়ী জেলা শাখা।


এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিজেপি মুস্তাকিম খান আহাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বিশাল আহমেদ, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ রাজবাড়ী জেলা শাখার যুগ্ন আহবায়ক জনিউর রহমান সোজাত, নাজিন, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ রাজবাড়ী সদর উপজেলা শাখা সভাপতি পদপ্রার্থী মোঃ শাকিল মৃধা, মোঃ রাব্বি প্রধান ।


এ সময় মানববন্ধনটি শত শত নেতাকর্মী নিয়ে রাজবাড়ী আজাদী ময়দান থেকে বের হয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।


এ সময় সকল বক্তা রা ঢাকাতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এর নেতাকর্মী দের নামে ঢাকার রমনা থানায় ছাত্র অধিকার পরিষদ কর্তৃক মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন।

এ সময় রাজবাড়ী জেলা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক জনিউর রহমান সোজাত বলেন আমাদের নেতাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের স্লোগান হিংসা নাই সম্প্রীতি বিজেপির রাজনীতি এই স্লোগানকে বুকে ধারণ করে রাজনীতি করতে চাই এবং সকল দলকে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান করে।

Post a Comment

নবীনতর পূর্বতন