Top News

দুর্গাপূজা উপলক্ষে রহনপুরে জমে উঠেছে কেনাকাটা


মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই মার্কেটগুলোতে কেনাকাটার ধুম পড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি, বৈরী আবহাওয়ার মধ্যেও রহনপুরসহ অন্যান্য এলাকায় বিক্রি বেড়েছে।


সেমবার ( ২২সেপ্টেম্বর) বিকেলে রহনপুরের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, ক্রেতাদের মধ্যে তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। পূজার বেশ কিছুদিন বাকি থাকলেও ভিড় এড়াতে তারা আগেভাগেই কেনাকাটা সেরে ফেলছেন। অন্যদিকে, বিক্রেতারা বলছেন, এ সপ্তাহে বিক্রি বেশ বেড়েছে।




পূজার কেনাকাটা করতে আসা রতন জানান, “পূজায় বাড়িতে যাবো। কয়েকদিন আগেই যাবো তাই কেনাকাটা করতে আসছি। এখন ভিড় কিছুটা কম, কেনাকাটা করতেও ভালো। এজন্যই আসা।”


কাপড় কিনতে আসা নূপুর বলেন, “দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। প্রতি বছরই নিজের জন্য এবং পরিবারের সবার জন্য কেনাকাটা করি। এবারও তাই এসেছি।”



বিক্রেতারা ক্রেতাদের আগমন নিয়ে আশাবাদী। এক দোকানি বলেন, “আজ ক্রেতা সমাগম বেশ বেড়েছে। ভালো বিক্রি হচ্ছে। আশা করছি এবার ভালো বিক্রি হবে।” মার্কেটগুলোতে জিন্স প্যান্ট ৬০০ থেকে ১৫০০টাকা, ড্রপ সোল্ডার টি-শার্ট ৪০০ থেকে ৬০০ টাকা, শার্ট ৫০০ থেকে ১২০০ টাকা এবং টি-শার্ট ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন