Top News

দূর্গাপুরে গাঁওকান্দিয়া বন্দউষান বাজার ও মসজিদ মারাত্মক নদীভাঙনের হুমকিতে আছে।



আনারুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি


নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বন্দউষান বাজার এখন মারাত্মক নদীভাঙনের হুমকিতে। পাহাড়ি ঢলে ফুলে ওঠা নেতাই নদীর তীব্র ভাঙনে ইতোমধ্যে বাজার সংলগ্ন সড়ক, অর্ধ শতাধিক দোকান পাঠ ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাজার জামে মসজিদ ও বাজারের দোকান পাট।

এই অবস্থা নদী ভাঙ্গন হলে বন্দ উষান মাদ্রাসাও ঝুঁকি পূর্ন থাকবে।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকায় নেতাই নদীর ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে নদীর পানির প্রবল চাপ বাঁধ এবং আশপাশের ঘরবাড়ির ভিটেমাটি ধ্বংস করছে। এবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।


হাজার হাজার একেকর জমি পানিতে নষ্ট হয়ে গেছে। 


এলাকাবাসীর আশঙ্কা, যদি দ্রুত সিসি ব্লক এর কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে প্রায় ৩ যুগ পুরনো ঐতিহ্যবাহী এই বন্দ উষান বাজার সহ জামে মসজিদ সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাবে।


এ অবস্থায় এলাকাবাসী নদীভাঙন থেকে রক্ষায় স্থায়ীভাবে বেড়িবাঁধ ও সি সি ব্লক নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 তাদের একটাই দাবি, “আমরা আর প্রতিবার ঘরবাড়ি হারাতে চাই না, বাজার হারাতে চাই না। আমাদের জন্য স্থায়ী বাঁধ ও সি সি ব্লক চাই।”


স্থানীয় জনপ্রতিনিধিরাও ভাঙনের ভয়াবহতা স্বীকার করে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন