আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের আয়োজনে গতকাল ২০শে সেপ্টেম্বর রাতে পৌরসভার কমিউনিটি সেন্টারে পৌর এলাকার দুর্গা মন্দিরের নেতৃবৃন্দ ও কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বহরপুর কলেজের প্রভাষক শ্রীকান্ত বিশ্বাস রাহুলের সঞ্চালনায় আলোচনা সভায় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও রাজবাড়ীর নারী নেত্রী এডঃ দেবাহুতী চক্রবর্তী, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, রাজবাড়ী বারের সিনিয়র আইনজীবী ও হরিতলা মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার সোম, রাজবাড়ী জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী লক্ষীকোল হরিসভা মন্দিরের শ্যামল পোদ্দার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আশোক কুমার সরকার, সদস্য সচিব শান্ত সিংহ, পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক বাবলু চক্রবর্তী, পূজা উদযাপন ফ্রন্ট সদর উপজেলা শাখার আহ্বায়ক কৃষ্ণ কর্মকার, সদস্য সচিব বিজয় সেন কৃষ্ণ ও বিবেকানন্দ পল্লী মন্দিরের সভাপতি রতন কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও শিক্ষার্থীবান্ধব ছাত্র নেতা আরিফুল ইসলাম রোমানের উদ্যোগে আজ পৌরসভায় অবস্থিত ২৭টি মন্দিরের কমিটিকে নিয়ে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে তা ব্যতিক্রমী আয়োজন। এর আগে কোন ছাত্র নেতা এমন কোন প্রোগ্রামের আয়োজন করেনি। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। এই পূজা সার্বজনীন। রাজবাড়ী জেলা সাম্প্রদায়িক সম্প্রতির জায়গা। আমরা আশা করি এখানে রোমানের মতন নেতৃত্ব থাকলে বিশৃঙ্খলা হবার সম্ভবনা থাকবে না। রোমানের মতন তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মানে কাজ করবে। অশুভ শক্তিকে রুখে দেওয়ার জন্য ঢাল হয়ে দাঁড়াবে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আর কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এটি একটি সার্বজনীন উৎসব। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আজ পৌরসভার ২৭টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছি। আমি ব্যক্তিগতভাবে সবসময় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে আছি। তাদের যে কোন প্রয়োজনে আমি আমার সাধ্যমত চেষ্টা করি তাদের সাহায্য করার জন্য। আগামীতেও এই ধারা আমার অব্যাহত থাকবে। পূজাকে কেন্দ্র করে আমরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিবো না। জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী মন্ডপে থাকবে। আমিও প্রত্যেকদিন বিভিন্ন মণ্ডপে পরিদর্শনে যাবো। আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে এবারের পূজা উদযাপন করবো।
আলোচনা সভায় রাজবাড়ী পৌরসভার মধ্যে অবস্থিত ২৭টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন ফ্রন্ট ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও তার প্রবাসী বন্ধুদের সহযোগিতায় রাজবাড়ী পৌরসভার মধ্যে অবস্থিত ২৭টি মন্দিরকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন