Top News

দুর্গাপূজার নিরাপত্তায় দুর্গাপুরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন


  আনারুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্প স্থাপনের পাশাপাশি ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর পৌর শহরের দশভূজা বাড়ি মন্দির ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. কামরুজ্জামান।


তিনি বলেন, ‌‌‌‌‌‌‌‌দু‌র্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তাই দুর্গাপুরের সীমান্ত এলাকার প্রায় ৮ কিলোমিটারজুড়ে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ থেকেই ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।


পরিদর্শনের সময় তিনি পূজামণ্ডপ কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা ক্যাম্পের সহকারী পরিচালক আব্দুল আওয়াল।

Post a Comment

নবীনতর পূর্বতন