সিয়ামুর রশিদ, স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দিনাজপুরে মানবিক উদ্যোগে জাতীয় যুবশক্তি এনসিপি’র পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধী ও হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এসময় কর্মসূচির আয়োজক ও কেন্দ্রীয় সংগঠক মো. আরিফ মুন নিজ হাতে চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। সুবিধাভোগী পরিবারগুলো এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং আয়োজকদের জন্য দোয়া করেন।
কেন্দ্রীয় সংগঠক মো. আরিফ মুন বলেন—
> “জাতীয় যুবশক্তি সবসময় মানবতার পাশে থাকার চেষ্টা করে। আমাদের বিশ্বাস—একটি মানবিক সমাজ গঠনের জন্য সামর্থ্যবান মানুষদের দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়াতে হবে। আজকের এই কর্মসূচি কেবল একটি সহযোগিতা নয়, বরং এটি আমাদের প্রতিশ্রুতি যে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের পাশে থাকব।”
তিনি আরও বলেন, যুবশক্তি ভবিষ্যতেও দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে, যাতে সমাজে কেউ একাকী ও অসহায় অনুভব না করে।
খাদ্য বিতরণ কর্মসূচিতে স্থানীয় সেচ্ছাসেবী সদস্য, সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও অনুপ্রাণিত করে।
উপসংহার
এই কর্মসূচি শেষে স্থানীয়রা জানান—
“সমাজের যেসব মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে আছেন, তাদের পাশে দাঁড়ানোই সত্যিকার সামাজিক দায়িত্ব। যুবশক্তি এনসিপি’র এই আয়োজন আমাদের দিনাজপুরে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।”
একটি মন্তব্য পোস্ট করুন