Top News

সুলতানপুর ইউনিয়ন বিএনপির দলীয় নেতাদের নিয়ে ওয়ার্কশপ

 


রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল ২৬শে সেপ্টেম্বর দিনব্যাপী শহরের সজ্জনকান্দা এলাকায় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে সুলতানপুর ইউনিয়ন বিএনপির দলীয় নেতাদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 ওয়ার্কশপে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 ওয়ার্কশপে সুলতানপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতাকর্মী অংশগ্রহণ করে।

 এ সময় সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীনসহ উপজেলা বিএনপি ও সুলতানপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন