এর আগে গত ২৫শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় ২জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ওইদিন দুপুরে কুমার নদে গোসলে নেমে নিখোঁজ হয় ভাসানচর গ্রামের তোতা মৃধার ছেলে তৌসিফ মৃধা(৮) ও সরফ উদ্দিন মৃধার ছেলে সোয়াদ(৭)। তাদের উদ্ধার করতে গিয়ে দাদী মালেকা বেগম(৬৮) নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ২৫শে সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে বাড়ীর পাশে কুমার নদে দুই নাতিকে নিয়ে গোসলে যায় মালেকা বেগমসহ কয়েকজন। পরে সকলের অগোচরে ডুবে যায় শিশু তৌসিফ(৮) ও সোয়াদ(৭)। এ সময় তাদের খোঁজাখুঁজি করতে গিয়ে তাদের দাদী মালেকা বেগমও নিখোঁজ হয়।
স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিজের লোকজন উদ্ধার কাজ শুরু করেন। পরে বিকেল ৫টার দিকে স্থানীয়দের সহায়তায় ভেসে উঠা দাদী মালেকা বেগম ও তৌসিফ মৃধার লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করেন। ফায়ার সার্ভিস সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশু সোয়াদকে উদ্ধার করতে পারেনি। পরে গতকাল ২৬শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কুমার নদ থেকে শিশু সোয়াদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী বলেন, আমরা পৌনে ৫টার দিকে দুটি মৃতদেহ নদীতে ভেসে উঠেছে বলে খবর পাই। সন্ধ্যা ৬টার দিকে সেখানে গিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপর আরেক শিশু নিখোঁজ রয়েছে বলে তারা আমাদেরকে জানান। কিছু সময় মৃতদেহটি খোঁজার পরে সন্ধ্যার কারণে আমরা অভিযান সমাপ্ত করি।
একটি মন্তব্য পোস্ট করুন