Top News

প্রখ্যাত আলেম মাওলানা ফজলুল হক নূরনগরীর ইন্তেকালে গভীর শোক


মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, 

স্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া মোলা বাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা ফজলুল হক নূরনগরী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২১ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট আল মদিনা মসজিদ গলির শরিফাতুন্নেছা মহিলা মাদ্রাসার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি পুরান ঢাকার ঐতিহ্যবাহী আরমানিটোলার তারা মসজিদ ফোরকানিয়া মাদ্রাসায় শিক্ষকতা ও দ্বীনি খেদমতের পাশাপাশি শরিফাতুন্নেছা মহিলা মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি কিশোরগঞ্জের প্রসিদ্ধ কওমি প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়া, শহীদীর মসজিদ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। জানা যায়, তরুণ বয়সে তিনি ঢাকা থেকে পায়ে হেঁটে কিশোরগঞ্জে মাদ্রাসায় ভর্তি হতে এসেছিলেন, যা তাঁর দ্বীনের প্রতি আন্তরিকতা ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য শাগরেদ-গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা ফজলুল হক নূরনগরীর ইন্তেকালে কিশোরগঞ্জ জেলার সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন এনপিএস (NPS) কিশোরগঞ্জ শাখা থেকেও মরহুমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

দেশের ইসলামী অঙ্গনে তাঁর মৃত্যুতে এক বরেণ্য শিক্ষাবিদকে হারানোয় গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

Post a Comment

নবীনতর পূর্বতন