মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফল ও সুস্ঠভাবে পরিচালনা করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা স্কাউটস, রোভার স্কাউটস ও গার্লস গাইডের সদস্যদের অংশগ্রহনে দিনব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ (৬ অক্টোবর) সোমবার সকালে শহরের আরাপপুরে স্থাপিত সদর উপজেলা মডেল মসজিদ এর সম্মেলন কক্ষে এ আয়োজন করে জেলা তথ্য অফিস ঝিনাইদহ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ভার্চূয়ালী যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের (প্রচার ও সমন্বয়) পরিচালক ডালিয়া ইয়াসমিন, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. উজ্জল হোসেন, বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ শাখার সহকারী পরিচালক রাসেল আহমেদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ সহ সংশ্লিষ্টরা। এতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা স্কাউটস, রোভার স্কাউটস ও গার্লস গাইডের ৪০জন সদস্য অংশগ্রহণ করেন ।
সে সময় স্কাউটস ও গার্লস গাইডের সদস্যদেরকে টাইফয়েড টিকা সংক্রান্ত নানা বিষয়ে অবগত করা হয়। এবং এ টিকাদান কর্মসূচি চলাকালীন তাদের সক্রিয় ভুমিকা রাখার জন্য নানা দিকর্নিদেশনামূলক পরার্মশ দেয়া হয়।
এ সময় বক্তারা বলেন, দেশের ক্রান্তিকালে সবসময় স্কাউটস ও গার্লস গাইডরা ছুটে এসেছে। এ কাজে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে গুজব কে কাটিয়ে ওঠা । কাজেই কোনো প্রকার গুজন না ছড়ায় সে ব্যাপারে স্কাউটস ও গার্লস গাইডদের সচেষ্ট থাকতে হবে।
উল্লেখ্য-চলতি মাসের ১২ তারিখ থেকে জেলার বিভিন্ন স্কুলে টাইফয়েডের টিকাদান কর্মসূচি চালু থাকবে। এবং আগামী নভেম্বর মাসজুড়েই হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকমপ্লেক্সে এ টিকাদান কার্যক্রম চলবে।
একটি মন্তব্য পোস্ট করুন