Top News

ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আটক


 

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ


 ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বামনাইল মধ্যপাড়া গ্রামে (৮ অক্টোবর) বুধবার রাত ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী (১০ ইস্ট বেঙ্গল) এবং ঝিনাইদহ সদর থানা এক যৌথ অভিযান পরিচালনা করে। 


অভিযানে আতাউল (৫০), পিতা– গোলাম রব্বানী মন্ডল, কে আটক করা হয়। 

এ সময় তার বাড়ির পাশের একটি শেড ও ঘরের বিভিন্ন স্থান থেকে ১টি ওয়ান শুটার পিস্তল, ২টি রাবার বুলেট, ১টি ককটেল , ১টি ছোট ধারালো কুড়াল এবং ২টি রামদা উদ্ধার করা হয়। তিনি একটি হত্যা মামলার আসামি এবং কুখ্যাত সন্ত্রাসী ঘেনার সহচর এবং তালিকাভুক্ত চাঁদাবাজ।


আটককৃত আতাউল কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সদর সেনা ক্যাম্পে আনা হয় এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ঝিনাইদহ সেনা ক্যাম্প কমান্ডার জানান বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই সেনাবাহিনী সমাজ থেকে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান এলাকার শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন