Top News

হরিণাকুণ্ডুতে ফরির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালন


মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে মরমী সাধক ফরির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ভক্ত-অনুসারী সাধুগুরু ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ফকির লালন শাহ’র দীক্ষাগুরু দরবেশ সিরাজ সাইজির মাজার লালন একাডেমী প্রাঙ্গণে।

১৭ অক্টোবর বৃহস্পতিবার আধ্যাত্মিক সাধক সম্রাট লালন ফকিরের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ লালন মেলা অনুষ্ঠি হয়।


 লালন মেলা উপলক্ষ্যে হাজারো ভক্ত-অনুসারীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হরিশপুর। সরেজমিন ঘুরে দেখাগেছে, লালন তিরোধান দিবস উপলক্ষ্যে লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠে লালনভক্ত -অনুসারীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল। অস্থায়ী তাবু গেড়ে আস্তানা তৈরি করেছেন থাকার জন্য। এ ছাড়াও ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির সমাধির পাশের উন্মুক্ত সেডের নীচেও বসেছেন দূর-দূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা। এখানেও তারা লালনের অমর বাণী গেয়ে চলেছেন আপন মনে। লালন তিরোধান উৎসবে আগত ভক্ত সাধু-গুরুদের দরাজ কণ্ঠের গান সহ পরস্পরের ভাব বিনিময়ের দৃশ্য দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন সাধারণ দর্শনার্থীরা। মূল আয়োজন উদ্বোধন হওয়ার আগেই লালন ভক্ত-অনুসারী আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার সহ পুরো লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ।হরিশপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, লালন তিরোধান দিবস উপলক্ষে শুধু লালনের আখড়াবাড়িই নয়, হরিশপুরে ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার প্রাঙ্গণে চলছে জমকালো অনুষ্ঠান। 

হরিশপুর গ্রামবাসী আরো জানান দূর-দূরান্তের আতীয়-স্বজনদের আপ্যায়নে হিমশিম খেতে হয় আমাদের, আর এই ধকল সামলাতে হয় অনুষ্ঠান উদ্বোধনের আগের দিন থেকে পরেরদিন পর্যন্ত। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৭ অক্টোবর থেকে এক দিনব্যাপী লালন মেলা হচ্ছে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ পরিষ্কার- পরিচ্ছন্ন করে বর্ণিল সাজে সজ্জিত করেছে লালন একাডেমি হরিশপুর পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.তারিক- উজ-জামান এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাহবুব মুরশেদ শাহীনের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, লালন গবেষক খন্দকার কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ মোঃ মোক্তার আলী, উপজেলা প্রাণিসম্পদ,উজ্জ্বল কুমার কুন্ডু, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, জাহিদুল ইসলাম, ডা. আমোদ আলী, জোড়াদহ ইউনিয়ন বিএনপি সভাপতি সাজেদুর রহমান রনি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লালটু মোল্লা প্রমুখ। 


আলোচনা সভা শেষে গভীর রাত পর্যন্ত মঞ্চে পরিবেশন হয় লালন ভাব সঙ্গীত। লালন একাডেমির শিল্পী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পী ও ভক্তরা গান পরিবেশন করেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত মরমী সাধক ফকির লালন শাহের দেহত্যাগের পর থেকে তাঁর স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই স্মরণোৎসবের আয়োজন করে আসছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন