Top News

জলঢাকায় সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত


 আশীষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৬ অক্টোবর) সকালে খুটামারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (FACING) প্রকল্পের আওতায়, ডেমোক্রেসিওয়াচ-এর সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করে বেসরকারি সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোজিনা বেগম।

বক্তব্য রাখেন উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক সিরাজুল ইসলাম,

খুটামারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউভি মোশরেফা আক্তার,

এবং ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার নুরুল ইসলাম।


গণশুনানিতে স্বাগত বক্তব্য ও উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা খায়রুল আজাদ। তিনি জনগণ ও সেবাদানকারী কর্মকর্তাদের মধ্যে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেসিং প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ।

কানাডার হাইকমিশন ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় আয়োজিত এই গণশুনানিতে স্থানীয় পর্যায়ের প্রায় ৬০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন