মোঃ সৈকত হোসেন, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে আমন ধানের রোগবালাই ব্যবস্থাপনার জন্য বিপিএইচ স্কোয়াড অভিযান শুরু করেছে। উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন, বড়াইগ্রাম পৌরসভা ও জোনাইল ইউনিয়নে আমন ধানের রোগবালাই ব্যবস্থাপনার জন্য বিপিএইচ স্কোয়াড কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনে আরা মিরা।
বিপিএইচ স্কোয়াড মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানক্ষেতে পোকার আক্রমণ ও রোগবালাই পর্যবেক্ষণ করেন। কৃষকদের ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে সমন্বিত দমন ব্যবস্থাপনা (IPM) পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়।
কর্মকর্তারা বলেন, “সময়মতো রোগবালাই শনাক্ত ও সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করলে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের ক্ষতির পরিমাণ কমবে।”
বিপিএইচ স্কোয়াডের এ উদ্যোগে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন