Top News

ঠাকুরগাঁওয়ে নাট্যকর্মীর আত্মহত্যা: ভিডিও কলে স্ত্রীর সামনে মর্মান্তিক দৃশ্য


 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম দিয়েছে। ইতালিতে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মী শামীম আকতার (৪০) আত্মহনন করেছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। শামীম আকতার স্থানীয়ভাবে নাট্যজগতে বেশ পরিচিত মুখ ছিলেন। তিনি কাশিডাঙ্গা গ্রামের পজির উদ্দীনের ছেলে এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশনের নাটকে অভিনয়ের কারণে এলাকায় ‘নাট্যকর্মী’ নামে পরিচিত ছিলেন। স্বজনরা জানান, প্রায় দুই মাস আগে স্ত্রী মুক্তা আক্তারের সঙ্গে ইতালি যাওয়ার পরিকল্পনা করেন শামীম। তাদের দুজনেরই ভিসা প্রক্রিয়া চলছিল, কিন্তু জটিলতার কারণে মুক্তা ইতালি যেতে পারলেও শামীমকে থেকে যেতে হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেলে ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন শামীম। কিছুক্ষণ পরই হঠাৎ কলটি কেটে যায়। পরে পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ভেঙে ফেললে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “শামীম ভাই সবার প্রিয় মানুষ ছিলেন। নাটক করতেন, মানুষের আনন্দে অংশ নিতেন। কিন্তু এমন করুণভাবে চলে যাবেন, তা কেউ ভাবতে পারেনি।” বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নাট্য অঙ্গনের সহকর্মীরাও হতবাক। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম আকতারের মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। একটা টাইটেল দাও

Post a Comment

নবীনতর পূর্বতন