মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে ভুক্তভোগীর বাবা অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তের বাড়ির দিকে খেলতে যায় শিশুটি। একপর্যায়ে কৌশলে শিশুটিকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে জাহাঙ্গীর। এ সময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে সে পালিয়ে যায়।
ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয় অভিযুক্তের পরিবারের লোকজন। পাশাপাশি হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে তারা।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন