Top News

জলঢাকায় টাইফয়েড টিকার সমন্বয় সভা অনুষ্ঠিত



আশীষ বিশ্বাস 

নীলফামারী প্রতিনিধিঃ 


নীলফামারীর জলঢাকায় টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে ডাঃ মাহাদী হাসান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান (অতিরিক্ত), উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদুজ্জামান (ভারপ্রাপ্ত), প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টার্স ইউনিটি জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ রাশেদুল ইসলাম প্রমূখ। সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে এই টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সীদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১২ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হবে। এর আওতায় ৯ মাসের শিশু থেকে ১৫ বছর বয়সী কৈশোরদের মধ্যে প্রায় ১ লাখ ৯ হাজার ৩ শত ১৭ জনকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৭৩ হাজার ৭ শত ৯৩ হাজারই স্কুলের শিক্ষার্থী। বাকী ঝড়ে পড়া ৩৫ হাজার ৫ শত ২৪ জন শিশু টিকা পাবে। সভায় বক্তারা গুজবে কান না দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন