Top News

দিনাজপুরে ট্র্যাক্টরের মঞ্চে ভাইরাল SONALIKA–র ব্যতিক্রমী আয়োজন!


 সিয়ামুর রশিদ,স্টাফ রিপোর্টার, দিনাজপুরঃ



দিনাজপুরে একটি অদ্ভুত ও নজরকাড়া ঘটনার জন্ম দিয়েছে ACI Motors। গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মাঠজুড়ে সারি সারি ট্র্যাক্টর সাজিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির “SONALIKA ACI MOTORS” লেখা—যা আকাশ থেকে দেখলে যেন এক বিশাল আলোকিত স্টেজের মতো মনে হয়!


প্রথমে সবাই ভেবেছিল এটি কোনো বড় কনসার্টের প্রস্তুতি—কিন্তু পরে জানা যায়, এটি আসলে ACI Motors-এর এক অভিনব মার্কেটিং প্রদর্শনী। ড্রোনের ফুটেজে দেখা যায়, প্রতিটি অক্ষরই তৈরি করা হয়েছে SONALIKA ব্র্যান্ডের ট্র্যাক্টর দিয়ে।


স্থানীয়রা জানায়, দিনাজপুর শহরের উপকণ্ঠে এই প্রদর্শনীটি আয়োজন করা হয়। সকালে থেকেই শত শত মানুষ ভিড় করেন ওই স্থানে। অনেকে ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে থাকেন, মুহূর্তেই ভাইরাল হয় ঘটনাটি।


স্থানীয় কলেজ শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম এখানে কোনো কনসার্ট হবে। কিন্তু কাছে গিয়ে দেখি, সব ট্র্যাক্টর দিয়ে বানানো বিশাল ডিজাইন! এমন কিছু আগে দেখিনি।”


একজন ব্যবসায়ী জানান, “এটা শুধু প্রচারণা নয়, SONALIKA ট্র্যাক্টরের শক্তি ও ব্র্যান্ড ইমেজ তুলে ধরার এক দারুণ উপায়। দিনাজপুরে এরকম আয়োজন সত্যিই চমকপ্রদ।”


ACI Motors-এর একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “আমরা সবসময় কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সামনে রেখে কাজ করি। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা কৃষকদের কাছে আমাদের পণ্যের প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও বাড়াতে চেয়েছি।”


এই অনন্য আয়োজনের ছবি ও ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সারাদেশে। কেউ বলছেন, “ভাইরাল মার্কেটিংয়ের সেরা উদাহরণ”, আবার কেউ বলছেন, “এ যেন ট্র্যাক্টরের কনসার্ট!”


দিনাজপুরের আকাশে ড্রোনে দেখা SONALIKA ট্র্যাক্টরের সেই বিশাল লেখা এখন যেন কৃষি প্রযুক্তির নতুন এক প্রতীক হয়ে উঠেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন