Top News

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয় যুবশক্তি সভাপতির সৌজন্য সাক্ষাৎ


মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,স্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি মাহফুজুর রহমান। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক যুবায়ের আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মাহফুজুর রহমান কিশোরগঞ্জ শহরের নানাবিধ ভোগান্তি ও চলমান সমস্যার কথা উল্লেখ করে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, রেলওয়ে স্টেশন এলাকা থেকে একরামপুর মোড়, পুরান থানা, গৌরাঙ্গ বাজার, কালীবাড়ী মোড়, কাচারী বাজার হয়ে কালেক্টরেট পর্যন্ত প্রতিদিন ভয়াবহ যানজট লেগেই থাকে।

তার মতে, অটোরিকশা, মিশুক ও সিএনজিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলই এ যানজটের মূল কারণ। এতে কর্মজীবী মানুষ, স্কুল–কলেজগামী শিক্ষার্থী, প্রবীণ ও বিশেষত হাসপাতালমুখী রোগীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। এসব নিয়ন্ত্রণে লাইসেন্সবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসক মোঃ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জের উন্নয়ন ও নাগরিক দুর্ভোগ কমাতে রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ, গণমাধ্যম এবং প্রশাসনের যৌথ উদ্যোগ জরুরি। তিনি জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরবর্তীতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জোনায়েদ হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধিদল জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন