আশীষ বিশ্বাস,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বিয়াম ল্যাবরেটরী স্কুলে আন্তঃ বিজ্ঞান
মেলা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুলের আন্তঃ বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা প্রতিষ্টানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিপন্কর রায়,
জেলা শিক্ষা ্প্রকৌশলী হাজেরুল ইসলাম,সহকারী কমিশনার ভুমি মোল্লা ইফতেখার,
বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজার রহমান,স্কুলের ইনচার্জ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রকৌশলের প্রতি আগ্রহী করে তোলার মাধ্যমে সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে সহায়তা করার আহবান জানান এবং যুক্তিনির্ভর বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিতর্ক করার ক্ষমতা বৃদ্ধি করতে হবে।।
বিশেষ অতিথি বলেন বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক যে যুক্তি ও উদ্ভাবনী উপস্থাপন করেছে। এই প্রতিযোগিতা গুলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি এবং সৃজনশীল প্রতিভার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।
পরে প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ বি মেলার স্টল পরিদর্শন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও প্রতিষ্ঠানের নতুন ৪ তলা একাডেমিক ভবনের একতলা ভবনের ভিত্তি প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন