আনারুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
দুর্গাপুর উপজেলার গোপালপুর পাহাড় এলাকায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাবেক ও বর্তমান কর্মীদের পুনর্মিলনী–২০২৫। এতে সকাল থেকে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মিলিত হন বিভিন্ন সময়ের নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর সহযোদ্ধাদের দেখা পাওয়ায় পুরো অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে আবেগ, আনন্দ ও স্মৃতিচারণে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র ইউনিয়নের রাজনৈতিক মূলনীতি ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতি তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
অতীতের সংগ্রামকে ভিত্তি করে আগামীর আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা। পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সংসদের বর্তমান সভাপতি জহির রায়হান।
প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাস ধরে রাখতে হলে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক শিক্ষা, যুক্তিবাদী মনোভাব এবং প্রগতিশীল চর্চা।
সমাজ পরিবর্তনের নেতৃত্ব দেয়ার সক্ষমতা তরুণদের মধ্যেই সবচেয়ে বেশি এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আল-মুস্তাসিম, নজরুল ইসলাম, ফরহাদ ইকবাল, মোরশেদ আলম, শাহান আলী, রফিকসহ বিভিন্ন সময়ের শতাধিক সাবেক ও বর্তমান কর্মী।
দিনভর আলোচনা, গান, আড্ডা, স্মৃতিচারণ ও বন্ধুত্বের উষ্ণতায় মুখর ছিল পুনর্মিলনী। শেষে “সংগ্রামের পথেই আমাদের ঐক্য”এই শপথ উচ্চারণের মধ্য দিয়ে ২০২৫ সালের পুনর্মিলনীর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন