Top News

অক্ষয়কে কটাক্ষ করলেন জয়া বচ্চন


 পাপারাজ্জিদের ক্যামেরা দেখলেই মেজাজ হারান জয়া বচ্চন। প্রায়ই এমন দৃশ্য দেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন।


তবে এবার বর্ষীয়ান অভিনেত্রী কটাক্ষ করলেন অক্ষয় কুমারকে। তবে অভিনেতাকে সরাসরি আক্রমণ করেননি তিনি। এক আলোচনা সভায় অক্ষয় অভিনীত 'টয়লেট: এক প্রেম কথা' ছবিকে ঘিরে কটাক্ষ করেছেন তিনি।


এই ছবি নিয়ে আপত্তি রয়েছে জয়ার। বক্স অফিসে সাড়া ফেলেছিল ছবিটি। কিন্তু জয়া মনে করেন, এই ছবি নাকি চূড়ান্ত অসফল। ছবির নামটিই নাকি অপছন্দ জয়ার।


অভিনেত্রীর বলেন, 'ছবির নামটা দেখুন। যে ছবির নাম এমন, তা আমি কখনোই দেখব না। এটা একটা নাম হল? আলোচনা সভায় প্রশ্ন রাখেন জয়া। তার পরে আবার নিজেই বলেন, 'এমন ছবি হয়ত এত লোকের মাঝে চার জন


দেখবে। সত্যিই খুব দুঃখজনক। একেবারেই অসফল ছবি এটি।'


২০১৭ সালে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিতে অক্ষয় অভিনীত চরিত্রের নাম ছিল কেশব। তার বিপরীতে ছিলেন ভূমি পেডনেকর যার চরিত্রের নাম ছিল জয়া। কেশব প্রেমে পড়ে জয়ার কিন্তু কেশবের বাড়িতে কোনও শৌচালয় নেই বলে আপত্তি জানায় সে।


তখনই নায়ক সিদ্ধান্ত নেয়, বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করবে। তবে বিষয়টি মোটেই সহজ নয়। পরিবার ও গোটা গ্রাম আপত্তি জানায় বাড়ির মধ্যে শৌচালয়ের ব্যবস্থা হবে শুনে। অবশেষে সব বাধা পেরিয়ে স্ত্রীর জন্য শৌচালয় তৈরি করে কেশব।

Post a Comment

নবীনতর পূর্বতন