Top News

গণঅভ্যুত্থান স্মরণে ৫ ও ৬ আগস্ট বিএনপির বিজয় র‌্যালি


 গণঅভ্যুত্থান দিবস স্মরণে আগামী ৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিজয় র‌্যালির কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। সোমবার দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সব থানা ও উপজেলায় এবং বুধবার (৬ আগস্ট) জেলা ও মহানগরে এই র‌্যালি অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি বের করা হবে।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে র‌্যালিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন