Top News

ডোমার উপজেলায় আ.লীগের ৩(তিন) নেতাকর্মী গ্রেফতার


 নীলফামারীর ডোমার উপজেলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে তাদেরকে মহামান্য আদালতে পাঠানো হয়েছে। এর আগে, আজ ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজন হলেন- চান্দখানা মাস্টারপাড়া এলাকার মৃত আব্দুল মজিদ বসুনিয়ার ছেলে কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (৬৭), জোড়াবাড়ী সেক্রেটারীপাড়া এলাকার মৃত জতিন্দ্রনাথ রায়ের ছেলে ইউপি সদস্য ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র রায় (৫৫) এবং সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি শ্যামের ডাঙ্গা এলাকার বিমল চন্দ্রের ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারী বিকাশ চন্দ্র (৩২)।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে

Post a Comment

নবীনতর পূর্বতন