Top News

কালিয়াকৈরে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


 শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ


গাজীপুরের কালিয়াকৈরে শাজাহান মিয়া (৪৬) নামে এক পোশাক কারখানার প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার টান কালিয়াকৈর এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত শাজাহান মিয়া জয়দেবপুর সদর থানার এনায়েতপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় নুরুল গার্মেন্টসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।


পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে কালিয়াকৈর উপজেলার গর্জনখালি এলাকার দারোগালীর মেয়ে সিলভিয়াকে বিয়ে করেন শাজাহান। তাদের ধ্রুব (১৪) ও জিস্তি (১১) নামে দুটি সন্তান রয়েছে। পারিবারিক সম্পর্কে টানাপোড়েনের কারনে বিয়ের পর তিনি নিজ বাড়ি ছেড়ে কালিয়াকৈরে বসবাস শুরু করেন। সম্প্রতি টান কালিয়াকৈরের মশিউরের বাড়িতে ভাড়া থেকে পরিবার নিয়ে বসবাস করছিলেন। বাবা, ভাই-বোনদের সঙ্গেও তার যোগাযোগ কমে যায়। পাশাপাশি স্ত্রীর সঙ্গেও বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল বলে জানা যায়।


কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল হোসেন জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাজাহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।”

Post a Comment

নবীনতর পূর্বতন