ভোট কেন্দ্রে এলেন ভিপি প্রার্থী শামীম


 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীদের ভিড় বাড়ছে।


মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে পলাশীর মোড় হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। এসময় প্রবেশদ্বার অতিক্রম করার পর একটি মোটরসাইকেলে উঠে তিনি ভেতরে প্রবেশ করেন।

উল্লেখ্য শামীমকে ঘিরে নির্বাচনের আগের রাত থেকেই নতুন বিতর্ক তৈরি হয়েছে। সোমবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের পরিচালিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে—এসব চ্যানেল থেকে শামীমসহ কয়েকজন প্রার্থীকে জেতাতে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। প্রতিটি ভোটারকে ডাকসুর জন্য পাঁচটি এবং হল সংসদের জন্য একটি ব্যালটে ভোট দিতে হবে। অর্থাৎ একজন শিক্ষার্থী মোট ৪১টি ভোট প্রদান করবেন।


দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠামোবদ্ধ ছাত্ররাজনীতির গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন