ডাকসু নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধীদের সরাসরি ভোট দেয়ার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের নিজস্ব ব্রেইলভিত্তিক বইয়ের মাধ্যমে ভোট নেয়া হয়। এবারের ডাকসু নির্বাচনে ৩১ জন দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার রয়েছেন। তারমধ্যে উদয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৯ জন দৃষ্টিপ্রতিবন্ধীদের ভোট দেয়ার কথা ছিলো। তারমধ্যে দুইজন এখন পর্যন্ত ভোট দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় ১৭-১৮ সেশনের ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফারুক হাওলাদার ব্রেইল পদ্ধতি ব্যবহার করে প্রথম ভোট দিয়েছেন। তিনি আমার দেশকে বলেন, জীবনে প্রথম ভোট দিয়েছি। যেখানে প্রয়োজন হয়নি কারও সহযোগিতা। একদম স্বাধীনভাবে আমি আমার ভোট দিয়েছি। এটা আমার কাছে চমৎকার অভিজ্ঞতা। আমরা চাই জাতীয় নির্বাচনে এই পদ্ধতিতে আমাদের ভোট নেয়া হোক।
তিনি আরো বলেন, আগে যেভাবে আমাদের ভোট দেয়া হতো সেখানে আমরা একজনকে বলতাম তারা সেখানে সিল মেরে দিতো। কিন্তু এখন আমাদের ব্রেইল পদ্ধতি থাকায় আমার ভোট আমি দিচ্ছি।
একটি মন্তব্য পোস্ট করুন