Top News

নানা আয়োজনে হরিণাকুণ্ডুতে ঈদে মিলাদুন্নবী পালিত


মোঃ রবিউল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ


ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে।বিশ্বনবী হযরত (সা.) এঁর জন্ম এবং ওফাত দিবস উপলক্ষ্যে উপজেলা মিলনায়তনে শনিবার (০৬ সেপ্টেম্বর) আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বি.এম তারিক-উজ-জামান এর সভাপতিত্বে, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার ওয়ালিউর রহমান রনি এর পরিচালনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী (সা.)-এঁর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিনটিকে উদযাপন করা হয়েছে। 

 হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার,শরীফ মোহাম্মদ তিতুমীর,উপজেলা বিএনপির সভাপতি, মোঃ আবুল হাসান মাস্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ মোতাহার হুসাইন, বাংলাদেশ জামাত ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার নায়েবে আমির, মোঃ ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হরিণাকুণ্ডু'র নেতা হাফেজ তৈয়বুর রহমান, ইসলামী ফাউন্ডেশন হরিণাকুণ্ডু শাখার চন্দন মুরশেদ,উপজেলা জামে মসজিদের ইমাম মৌলানা মোজাম্মেল হক সহ আরো অনেকেই। আলোচনা সভায় বক্তাগন মহানবী (সা.)-এর জীবনাদর্শ, তাঁর পৃথিবীতে আগমন এবং তাওহীদের মহান বাণী প্রচারের গুরুত্ব তুলে ধরা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন