সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত তুহিন


আশীষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি


বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য জননেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত করায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে (১ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে এবং সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল (আইনজীবী ফোরাম)।


একই সাথে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইসমাইল জবিউল্লাহকে।


উল্লেখ্য, সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিবের দায়িত্বে ছিলেন কাদের গণি চৌধুরী।

Post a Comment

নবীনতর পূর্বতন