মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায়,অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া,আনছার কমান্ডার মিজানুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা,ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল,দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জামায়াত নেতা আব্দুল আলিম,তাজুল ইসলাম,প্রহল্লাদ সরকার,দিপঙ্কর ঘোষ, বিজন কুমার ঘোষ প্রমূখ। সভায় জানানো হয় এ বছর ঝিনাইদহে এ বছর মোট ৪৫০ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১০৯ টি,কালিগঞ্জে ১০১ টি,কোটচাঁদপুরে ৪৬ টি,মহেশপুরে ৪৬ টি,হরিণাকুন্ডুতে ২৭ টি,এবং শৈলকুপা উপজেলায় ১২৫টি রয়েছে। গত বছর এ জেলায় ৪৩৫টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বলেন,জেলার প্রতিটি পূজা মন্ডপে পুলিশ-আনছার সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। মন্ডপগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি বলেন এদেশ সম্প্রীতির দেশ,এখানে আমরা আবহমানকাল থেকে মিলে মিশে আছি থাকব। সভায় সরকারের বিভিন্ন সংস্থার অফিস প্রাধন,প্রতিনিধি এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন