সিরাজগঞ্জের তাছমিনা মতিন উচ্চ বিদ্যালয়ে, কোন টেন্ডার ছাড়াই ঘর বিক্রি করেছেন, প্রধান শিক্ষক-প্রশ্নের মুখে প্রশাসন।


মোঃ জাহিদুল হক জাহিদ : সিরাজগঞ্জ। 

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের, ডাঃ তাছমিনা মতিন উচ্চ বিদ্যালয়ে কোন প্রকার টেন্ডার ছাড়াই, বিদ্যালয়ের ৪০ ফুটের একটি টিনের ঘর বিক্রি করেছে প্রধান শিক্ষক মোহাম্মাদ শাহাদাত হোসেন।


সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিমের অনুসন্ধানে উঠে আসে বিদ্যালয়টির প্রকৃত চিত্র। 

গত ৪ই সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার, টেন্ডার ছাড়াই ডাক্তার তাহমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের ৪০ফিটের একটি টিনের ঘর ১ লক্ষ ৭হাজার টাকায় বিক্রি করে, বিদ্যালয়ের ফান্ডে টাকা জমা না দিয়ে পুরো টাকা নিজের কাছেই রেখেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ শাহাদাত হোসেন। প্রধান শিক্ষক শাহাদাত হোসেন নিজেকে বিএনপি দাবি করে বলেন,আমি দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের নির্যাতনের স্বীকার হয়েছি। এবং এই বিদ্যালয়ে ১৭ বছর কোন সুযোগ - সুবিধা আসেনি। অথচ আওয়ামীলীগের বিভিন্ন গোপন বৈঠকে তাকে দেখা যায়, আওয়ামীলীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানেও তাকে অংশগ্রহণ করতে দেখা গেছে, আওয়ামীলীগের সাথে যোগসাজশে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে একের এক অনিয়ম করে যাচ্ছে। এবং নিজের প্রধান শিক্ষকের পদ টিকিয়ে রেখেছেন। 


নাম না বলার শর্তে, ঐ এলাকার স্থানীয় একজন বলেন, এই বিদ্যালয়ের ঘর বিক্রি হলো অথচ এলাকার আমরা কেউ জানতেই পারলাম না, এই ঘরটির মূল্য প্রায় ২ লক্ষ টাকা হতো, নিশ্চয়ই এখানে প্রধান শিক্ষকসহ আরোও কিছু ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ রয়েছে তা না হলে টেন্ডার ছাড়া কেন ঘর বিক্রি করল প্রধান শিক্ষক। শুধু তাই নয়, কিছুদিন আগেও এই স্কুলের যখন বাউন্ডারি ও গেট এর কাজ হয়েছে সেখানেও নানা অনিয়ম হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মাদ শাহাদাত হোসেন বলেন, কমিটির সিদ্ধান্তে এক লক্ষ ৭ হাজার টাকায় ঘরটি বিক্রি করা হয়েছে। শিক্ষা অফিস বিষয়টি জানেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কমিটি থাকলে শিক্ষা অফিস কে জানানোর প্রয়োজন নেই। এসকল বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা এলেজা সুলতানা বলেন, টেন্ডার ছাড়া এভাবে বিক্রির কোন বৈধতা নেই, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ঐ এলাকার সচেতন মহল বলেছেন, শুধু প্রধান শিক্ষক নয় এলাকার কিছু ব্যক্তিও এর সাথে জড়িত রয়েছে, আপনারা আরও অনুসন্ধান করেন আরও অনেক কিছু জানতে পারবেন। তিনি আরও বলেন প্রশাসন এই বিষয়গুলো কেন দেখেন না।

Post a Comment

নবীনতর পূর্বতন