Top News

নীলফামারীর জলঢাকায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


আশীষ বিশ্বাস 

নীলফামারী প্রতিনিধি 


নীলফামারীর জলঢাকায় পাঠানপাড়া কবরস্থান সংলগ্ন নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও অস্ত্র মাদ্রাসার সভাপতি ফয়সাল মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্বিন, অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,

মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত পরিবেশ সৃষ্টিতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।”


অনুষ্ঠান শেষে অতিথিরা মাদ্রাসার চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন