Top News

গোমস্তপুরে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ


মোঃ শাহিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ



চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদক মুক্ত মহল্লা গড়ার রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদেরবচার জামাত কমিটির সদস্যরা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী (পাঁচ) বোতল ফেন্সিডিলসহ দুজনকে ধরে পুলিশে দেন।


 ঐক্য পরিষদের সদস্যরা জানায়, শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে স্টেশনপাড়ার কালামুল্লাহ খোদাতের নিচ তলার ভাড়া করা বাড়িতে মদ্যপানরত অবস্থায় এলাকার লোকজনের হাতে ধরা পড়েন। সেই সময় তাদের কাছ থেকে পাঁচটি ফেনসিডিলের বোতল ও বাংলা মদের বোতল জব্দ করে দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটকৃতরা হলেন,১. বারিকুল ইসলাম (ঠিকাদার)পিতা সাদিকুল ইসলাম গ্রাম ইমামনগর, আলিনগর ২. মনিরুজ্জামান (পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকে চাকরি করেন)পিতা একরামুল হক গ্রাম সন্তোষপুর বাজার বাংঙ্গাবাড়ী।



এই সময় উপস্থিত ছিলেন,স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক খাদিমুল ইসলাম, সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা, পরিচালনা পর্ষদের সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন, উপদেষ্টা মন্ডলী সদস্য,জান মোহাম্মদ জানু, মফিজ আহমেদ নাদিমসহ স্থানীয়রা অনেকেই।


এ বিষয়ে রহনপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ফরিদউজ্জামান বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন