মোঃজোনায়েদ হোসেন জুয়েল,
স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা থেকে এক বিশাল মিছিলের মাধ্যমে শুরু হয় জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন। মিছিলটির নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন।
মিছিলটি বত্রিশ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় সম্মেলনের মূল অনুষ্ঠান, যেখানে জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলটিতে জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাড়াও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে জোরালো স্লোগান ধরা হয়। সেই সঙ্গে সম্মেলনের অন্যতম নেতৃত্বদানকারী এডভোকেট মুবিন ভাইকে কেন্দ্র করে ‘জনতার নেতা’, ‘ভবিষ্যতের নেতৃত্ব’, ‘তৃণমূলের ভরসা মুবিন ভাই’—এমন নানা উদ্দীপনামূলক স্লোগান শোনা যায় পুরো শহরজুড়ে।
সম্মেলনস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সবাই আশাবাদী, এবার দলীয় নেতৃত্বে তৃণমূলের মূল্যায়ন হবে এবং যোগ্য ও জনপ্রিয় নেতা এডভোকেট মুবিনকে উপযুক্ত জায়গায় মূল্যায়ন করা হবে।
এদিকে, জেলা বিএনপির এ সম্মেলনে মোট ভোটার সংখ্যা ছিল ২০২০ জন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৪ জন প্রার্থী।ভোট গ্রহণ বিকাল ৪ টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে৷
বিএনপির নেতাকর্মীদের মতে, এই সম্মেলনের মাধ্যমে জেলার রাজনীতিতে নতুন গতি আসবে। তরুণ নেতৃত্ব, তৃণমূলের প্রত্যাশা এবং জনসম্পৃক্ততা—সব মিলিয়ে এই সম্মেলন হতে যাচ্ছে কিশোরগঞ্জ বিএনপির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।
একটি মন্তব্য পোস্ট করুন