মোঃ জাহিদুল হক, সিরাজগঞ্জ:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মির্জা মোস্তফা জামান। এ কর্মসূচির অংশ হিসেবে তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সিরাজগঞ্জ সদরের কালিয়াহরিপুর ইউনিয়নে লিফলেট বিতরণ করেন এবং পৌরসভার রায়পুর দুর্গামাতা মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, সদর উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, ফরহাদ হোসেন, পৌর বিএনপি নেতা জাকির হোসেন, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলি, যুবনেতা রনি, ওলি, সুরুজ, নাঈম, রিপন, পাপ্পু ও হাবিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে মির্জা মোস্তফা জামান সাধারণ মানুষের হাতে বিএনপি ঘোষিত ৩১ দফা তুলে দেন এবং জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
পরে তিনি রায়পুর দুর্গামাতা মন্দিরসহ আশপাশের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন“বাংলাদেশ সব ধর্মের মানুষের মিলিত আবাস। আমরা চাই প্রত্যেকে যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। বিএনপি সবসময় সংখ্যালঘু ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তৈরি হয়েছে। এই দফাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত হবে।”
একটি মন্তব্য পোস্ট করুন