Top News

হরিণাকুণ্ডুতে শিক্ষক সমাবেশ ও আদর্শ শিক্ষক ফেডারেশনের নতুন কমিটি গঠন


মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শিক্ষক সমাবেশ ও আদর্শ শিক্ষক ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে হরিণাকুণ্ডু জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমীর মাস্টার বাবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম

  • জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি সহকারী অধ্যাপক আলফাজ উদ্দীন

  • হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন

  • সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, মওলা বখস ও ওসমান গনী

এছাড়া কলেজের সহকারী অধ্যাপক হাসান হাফিজুর রহমান ও দেলোয়ার হোসেন, এবং দখলপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোমেনা খাতুন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার ইদ্রিস আলী।

সমাবেশে হরিণাকুণ্ডু উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
➡️ সভাপতি: অধ্যক্ষ মাওলানা আসাদুজ্জামান
➡️ সাধারণ সম্পাদক: সহকারী অধ্যাপক মাহবুব মুরশেদ শাহীন

প্রধান অতিথি অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর তার বক্তব্যে বলেন—
"আমরা দীর্ঘদিন কষ্ট করেছি, বাড়িছাড়া হয়েছি, জেল-জুলুমের শিকার হয়েছি। এখন সময় এসেছে সকলকে আদর্শবান হয়ে ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার।”

 

Post a Comment

নবীনতর পূর্বতন