মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
"উপজেলা গুচ্ছ গ্রাম,এরশাদ তুমি লও সালাম" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাতে উপজেলা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে (২৩ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে নেতা কর্মীদের নিয়ে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তৎকালীন সময়ে উপজেলা জাতীয় পার্টির নেত্রী বৃন্দদের সাথে নিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮২- এর মাধ্যমে গঠন করেন উপজেলা পরিষদ।
২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালীতে এসময়ে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সভাপতি আনোয়ার হোসেন বিশ্বাস, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ আরো অনেকেই।
এসময়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজকের এইদিনে ১৯৮৪ সালের ২৩ অক্টোবর উপজেলা পরিষদ গঠন করেন। ঐতিহাসিক ২৩ অক্টোবরকে ধরে রাখতেই হরিণাকুণ্ডু উপজেলা জাতীয় পার্টির আজকের এই আয়োজনে র্যলী ও আলোচনা সভা ।

একটি মন্তব্য পোস্ট করুন