Top News

দুর্গাপুরে ইমাম দম্পতির উপর নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।


আনারুল ইসলাম,দূর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

দুর্গাপুর উপজেলার সুতিয়াপাড়া গ্রামে ইমাম দম্পতির উপর নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।



বৃহস্পতিবার বিকেলে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত আলেম উলামা, সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এই কর্মসূচিতে বক্তারা বলেন, উক্ত ঘটনায় জড়িত জহিরুল,পলাশ ও রুবেলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন