Top News

করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবার করুণ মৃত্যু


মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,স্ট্যাফ রিপোর্টার, কিশোরগঞ্জঃ


কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আব্দুল মালেক (৭৫) নামের এক বৃদ্ধ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মালেক পৌরসভার ব্যাপারিপাড়া গ্রামের নয়াকান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে বাদল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ কারণে বাবার সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাদল হঠাৎ ছুরি নিয়ে বাবার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আব্দুল মালেক। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

নিহতের ভাতিজা হেলাল উদ্দিন জানান, “বাদল এলাকায় খারাপ সঙ্গের কারণে মাদকে জড়িয়ে পড়ে। তার মাদকাসক্তির কারণে পরিবারে নেমে আসে অশান্তি। কিছুদিন আগে তার বাবাই বাদলের বিরুদ্ধে মামলা করেছিলেন। জেল থেকে বের হয়ে বাদলের আচরণ আরও হিংস্র হয়ে ওঠে, এতে সংসারে টানাপোড়েন বেড়ে যায়।”

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুর্শেদ বলেন, “ছেলে বাদল মাদকাসক্ত অবস্থায় তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।”

এ ঘটনার পর থেকে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাদকাসক্ত ছেলের হাতে পিতৃহত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা।

Post a Comment

নবীনতর পূর্বতন