Top News

নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন


নিজস্ব প্রতিবেদকঃ

'স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলো একতা' এই প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে উপজেলার নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কয়েন বাজার এলাকায় এই কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়। 


কর্মী সন্মেলনে নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহানিপ হোসেন সুজনের সভাপতিত্বে ও নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম আস্তুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনূর খলিফা শাহিন, যুগ্ম আহব্বয়ক কাউছার আহম্মেদ শাওন, যুগ্ম আহবায়ক শাহেদ খান জজ, বকুল হোসেন, রেজাউল করিম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হক খলিফা, অগ্রনী ব্যাংক পিএলসি অফিসার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল কায়েম সহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Post a Comment

নবীনতর পূর্বতন