সিয়ামুর রশিদ,স্টাফ রিপোর্টারঃ
উদ্যম, উৎসাহ ও প্রতিশ্রুতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ ২০২৫। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয় শিক্ষক, সিনিয়র শিক্ষার্থী ও অভিভাবকেরা।
“একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ”— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ ইশরাত ফারজানা। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। শিক্ষার্থীরা জানান, তারা দক্ষ প্রযুক্তিবিদ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম বলেন,
> “প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তোমাদের মধ্যে যে মেধা ও আগ্রহ রয়েছে, তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে আগামী প্রজন্মের জন্য তোমরাই অনুপ্রেরণা হবে।”
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন,
> “পলিটেকনিক মানেই শুধু পড়াশোনা নয়, এখানে মানুষ হওয়ার শিক্ষা নিতে হবে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, শিক্ষকদের সম্মান করা এবং সৎভাবে কাজ করার মধ্য দিয়েই তোমরা প্রকৃত কারিগর হয়ে উঠবে।”
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ সিয়ামুর রশিদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
> “রোভার স্কাউট শুধু একটি সংগঠন নয়, এটি মানুষ গড়ার এক বিদ্যালয়। দেশ ও সমাজের সেবায় নিজেকে নিবেদিত করার মানসিকতা গড়ে তুলতে হবে। একদিন তোমরাই এই প্রতিষ্ঠানের গর্ব হয়ে উঠবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা নবীনদের শুভকামনা জানান এবং কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে নবীন বরণ উৎসবের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন