Top News

পাকুন্দিয়ায় অ্যাডভোকেট জালাল উদ্দিনের শারদীয় দুর্গোৎসব শুভেচ্ছা বিনিময়


 

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া ও কটিয়াদী) আসনের বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ও দায়রা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

পতকাল মঙ্গলবার সন্ধ্যার পর তিনি পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া সুনীল ডাক্তারের বাড়ি পূজা মণ্ডপ এবং হরিদাস সূত্রধর বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজায় আগত ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

পূজা মণ্ডপে আগতদের উদ্দেশ্যে অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন,

“ধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সকল ধর্মের মানুষকে মিলেমিশে থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য সকলে সহযোগিতা করবেন বলে আমি প্রত্যাশা করি।”

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাকে কঠোর হাতে দমন করা হবে।” পাশাপাশি উপস্থিত সকলকে তিনি শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলা বিএনপি, সুখিয়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

মণ্ডপ এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যরা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন